ঢাকাবৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

পাহাড় সমান টার্গেট

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

বুধবার, ২২ মার্চ ২০১৭ , ০৩:১৭ পিএম


loading/img

বাংলাদেশ-শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে ৩৫৫ রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা প্রেসিডেন্ট একাদশ। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৩৫৪ রান।

বিজ্ঞাপন

বুধবার কলম্বো ক্রিকেট ক্লাব মাঠের এ ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মাশরাফি বিন মর্তুজা।

বাংলাদেশের হয়ে মাশরাফি, তাসকিন আহমেদ, সুনজানামুল ইসলাম, আবুল হোসেন রাজু ও মোহাম্মদ সাইফউদ্দিন নিয়েছেন একটি করে উইকেট।

বিজ্ঞাপন

এ ম্যাচে বিশ্রামে আছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমান ও শুভাশিষ রায়। যদিও কোচ হাথুরুসিংহের পরিকল্পনা ছিলো ম্যাচটিতে সবাইকে ব্যাটিং প্র্যাকটিস করানো হবে।

ইনজুরি কাটিয়ে দলে যোগ দিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। তার পুরোপুরি ফিট হওয়া নিয়ে খানিকটা শঙ্কা থাকলেও সবাইকে আশস্ত করেন অধিনায়ক।

শততম টেস্টে না থাকলেও ওয়ানডে দলে রয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। ওয়ানডে সিরিজ দিয়ে রান খরা কাটিয়ে উঠতে চান মিডলঅর্ডার ব্যাটসম্যান। ওয়ানডেতে মুশফিকুর রহিমের জায়গায় উইকেটের পেছনে দাঁড়িয়েছেন নুরুল হাসান সোহান।

বিজ্ঞাপন
Advertisement

আসছে ২৫ মার্চ ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। এ ভেন্যুতেই ২৮ মার্চ সিরিজের দ্বিতীয় ওয়ানডে হবে। প্রথম দু'ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে ১ এপ্রিল কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।

ওয়াই/এফএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |