বাংলা গানের যুবরাজ খ্যাত আসিফ আকবরের জন্মদিন আজ। শুভ জন্মদিন আসিফ আকবর।
এবারের জন্মদিন পালন থেকে ভক্তদের বিরত থাকতে বলেছেন সঙ্গীতের এ উজ্জ্বল তারকা।
২৫ মার্চকে 'গণহত্যা দিবস' ঘোষণা করায় ভক্তদের তার জন্মদিন পালন না করার আহ্বান করেছেন আসিফ।
তিনি বলেন, আমার ফ্যানদের কাছে বিনীত অনুরোধ রইলো- গণহত্যা দিবসের প্রতি সম্মান জানিয়ে শুধু এবারই নয়, আর কখনই আমার জন্মদিন পালন করা থেকে বিরত থাকুন। এতে আমাদের দেশপ্রেমের একটা উদাহরণ তৈরি হবে। আসুন আমরা গণহত্যা দিবসের তাৎপর্য বুঝি।
এদিকে শনিবার বাংলাদেশ শ্রীলঙ্কার ওয়ানডে ম্যাচ উপলক্ষে ইউটিউবে নতুন গান ইউটিউবে প্রকাশ করেছেন আসিফ।
'আমার সোনার বাংলা' গানটি লিখেছেন রাজীব আহমেদ, সুর এসআই টুটুল ও সঙ্গীতায়োজন করেছেন জে কে।
এর আগে আসিফের গাওয়া 'বেশ বেশ বেশ সাবাস বাংলাদেশ' গানটি বাংলাদেশ ক্রিকেট দলের থিম সং হিসেবে ব্যাপক শ্রোতাপ্রিয়তা পায়।
এইচএম