অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে ৫২ রানে পিছিয়ে ভারত। ৬ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ২৪৮ রান।
দ্বিতীয় দিন শেষে রবিন্দ্র জাদেজা ১৬ রান ও ১০ রান করে অপরাজিত আছেন উইকেট কিপার ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা।
এদিন দলের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন লোকেশ রাহুল ও ৫৭ রান করে চেতেশ্বর পূজারা প্যাভিলিয়নে ফিরেন।
অজিদের হয়ে নাথান লায়ন ৪টি ও প্যাট কামিংস জস হ্যাচেলউড নেন ১টি করে উইকেট।
এর আগে প্রথম দিনে স্মিথের সেঞ্চুরি আর ওয়ার্নার-ওয়েডের হাফ সেঞ্চুরির সুবাধে ৩শ’ রান করে অলআউট হয় অস্ট্রেলিয়া।
ধর্মশালায় টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই উমেশ যাদবের তোপের মুখে আউট হন, অসি ওপেনার ম্যাট রেনশ। এরপর ১৩৪ রানের জুটি গড়েন ওয়ার্নার আর স্মিথ। ৫৬ রান করে ওয়ার্নার আউট হয়ে গেলেও টেস্ট ক্যারিয়ারের ২০তম সেঞ্চুরি তুলে নেন স্মিথ। শেষ দিকে ঘুরে দাঁড়ান ম্যাথু ওয়েড। তিনি করেন ৫৭ রান।
সংক্ষিপ্ত স্কোর; অস্ট্রেলিয়া: ৩০০, ভারত: ২৮৬/৬
ওয়াই/জেএইচ