ঢাকাবৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

৫২ রানে পিছিয়ে ভারত

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

রোববার, ২৬ মার্চ ২০১৭ , ০৯:৩৯ পিএম


loading/img

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে ৫২ রানে পিছিয়ে ভারত। ৬ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ২৪৮ রান।

বিজ্ঞাপন

দ্বিতীয় দিন শেষে রবিন্দ্র জাদেজা ১৬ রান ও ১০ রান করে অপরাজিত আছেন উইকেট কিপার ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা।

এদিন দলের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন লোকেশ রাহুল ও ৫৭ রান করে চেতেশ্বর পূজারা প্যাভিলিয়নে ফিরেন।

বিজ্ঞাপন

অজিদের হয়ে নাথান লায়ন ৪টি ও প্যাট কামিংস জস হ্যাচেলউড নেন ১টি করে উইকেট।

এর আগে প্রথম দিনে স্মিথের সেঞ্চুরি আর ওয়ার্নার-ওয়েডের হাফ সেঞ্চুরির সুবাধে ৩শ’ রান করে অলআউট হয় অস্ট্রেলিয়া।

ধর্মশালায় টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই উমেশ যাদবের তোপের মুখে আউট হন, অসি ওপেনার ম্যাট রেনশ। এরপর ১৩৪ রানের জুটি গড়েন ওয়ার্নার আর স্মিথ। ৫৬ রান করে ওয়ার্নার আউট হয়ে গেলেও টেস্ট ক্যারিয়ারের ২০তম সেঞ্চুরি তুলে নেন স্মিথ। শেষ দিকে ঘুরে দাঁড়ান ম্যাথু ওয়েড। তিনি করেন ৫৭ রান।

বিজ্ঞাপন
Advertisement

সংক্ষিপ্ত স্কোর; অস্ট্রেলিয়া: ৩০০, ভারত: ২৮৬/৬

 

ওয়াই/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |