ঢাকারোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

দেশে দুর্নীতি করে বিদেশে পালিয়ে থাকাদের ছাড় নয়

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ২৮ মার্চ ২০১৭ , ০৩:৩৪ পিএম


loading/img

যারা দুর্নীতি করে বিদেশে পালিয়ে আছেন তাদের কোনো ভাবেই ছাড় দেয়া হবে না। বললেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে দুর্নীতিবিরোধী মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইকবাল মাহমুদ বলেন, বিদেশে পালিয়ে থাকা দুর্নীতিবাজদের তালিকা করে দেশে ফিরিয়ে আনা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমাদের কাজ দুর্নীতি নির্মূল করা। কিন্তু একার পক্ষে দুর্নীতি নির্মূল করা সম্ভব না। এ কাজে সবাইকে সহায়তা করতে হবে।

তিনি আরো বলেন, শিক্ষার্থীদের মাদকের কুফল সম্পর্কে জানাতে হবে। আমরা দুর্নীতি দমন কমিশন বিখ্যাত মাদক সম্রাটকেও ছাড় দেয়নি। আইন অনুযায়ী আটক করে মাদক সম্রাটদের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন দুদক কমিশনার এএফএম আমিনুল ইসলাম, সচিব আবু মোহাম্মদ মোস্তফা কামাল। মানববন্ধনে শিক্ষার্থী, সাধারণ জনগণ ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আর/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |