পাকিস্তান সুপার লিগ-পিএসএলে দুর্নীতির ঘটনায় সব ধরণের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হলেন পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফান।
বিজ্ঞাপন
তদন্ত সংস্থার বেঁধে দেয়া সময়ের মধ্যে, টানা দু’বার রিপোর্ট জমা না দেয়ায় এ নিষেধাজ্ঞা আরোপ করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড। একই সঙ্গে দশ লাখ পাকিস্তানি রুপি জরিমানাও গুণতে হবে ইরফানকে। তবে তিনি পিসিবিকে পূর্ণ সহায়তা করলে ও দুর্নীতি থেকে নিষ্কৃতি পেলে, ছয় মাস পর খেলায় ফিরতে পারবেন।
সম্প্রতি শেষ হওয়া পিএসএলে বেশ কয়েকজনের নামে দুর্নীতির অভিযোগ উঠলে তদন্তে নামে পিসিবি। শাহজাইব হাসানকে সাময়িক বহিষ্কারও করে পাকিস্তান ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা।
বিজ্ঞাপন