ঢাকামঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

ঝিনাইদহে ২ যুবকের মরদেহ উদ্ধার

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ০৮ এপ্রিল ২০১৭ , ০৯:০২ এএম


loading/img

ঝিনাইদহ সদর উপজেলার তেঁতুলবাড়িয়ার মাঠ থেকে গুলিবিদ্ধ দু’ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে স্থানীয়রা মরদেহ দুটি দেখে সদর থানায় খবর দেয়।

বিজ্ঞাপন

পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

তাদের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ এর মধ্যে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

নলডাঙ্গা পুলিশ ক্যাম্পের কর্মকর্তা মানিক মিয়া জানান, সকাল ৬টায় মাঠে দুটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

তিনি বলেন, একজনের নাম মফিজ আর অন্য অপরজনের নাম মানিক। এরা দু’জনই ইয়াবা ব্যবসায়ী। নিহতদের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর।

দীর্ঘদিন যাবত এরা ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। এদের বিরুদ্ধে ঝিনাইদাহ থানায় একাধিক মামলা রয়েছে। নিজেরদের মধ্যে ব্যবসায়ীদের দন্দ্বের কারণেই এ ঘটনা ঘটেছে বলেই ধারনা করেছে পুলিশ। দু’জনেরই কানে গুলি করা হয়েছে।  

বিজ্ঞাপন

ময়না তদন্তের জন্য মরদেহগুলো ঝিনাইদাহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এইচএম/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |