দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি'র আয়োজনে ডেকো নিবেদিত আলোকিত কোরআন প্রতিযোগিতা ২০১৭'র চূড়ান্ত বাছাই শুরু হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে আরটিভি কার্যালয়ে শুরু হওয়া এ বাছাই চলবে রোববার পর্যন্ত।
এতে প্রাক-বাছাইয়ে উত্তীর্ণ সারাদেশের প্রায় ২শ' কোরআনের হাফেজ অংশ নিচ্ছেন।
বিজ্ঞাপন
বিচারকরা বিশুদ্ধ তেলাওয়াত ও হিফজের পরীক্ষা শেষে উত্তীর্ণদের ইয়েস কার্ড দিয়ে চূড়ান্ত পর্বের জন্য মনোনীত করছেন।
এ পর্বে উত্তীর্ণ সেরা ৩০ জনকে নিয়ে হবে চূড়ান্ত প্রতিযোগিতার পর্ব।
আসছে পয়লা রমজান থেকে অনুষ্ঠানটি দেখানো হবে আরটিভিতে।
এইচএম/এসজে