ঢাকাবৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

গণভবনে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭ , ০২:১৪ পিএম


loading/img

পহেলা বৈশাখে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানালেন দলের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টায় গণভবনে দলের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করবেন।

বিজ্ঞাপন

এতে আরো বলা হয়, বাংলা নববর্ষ-১৪২৪ উপলক্ষে আওয়ামী লীগের সবস্তরের নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এক বিবৃতিতে সড়ক ও সেতু মন্ত্রী এ শুভেচ্ছা জানান।

বিবৃতিতে তিনি বলেন, বাঙালি জাতির কাছে বাংলা নববর্ষ নতুন বার্তা নিয়ে আসে। নববর্ষের নতুন বার্তা বাঙালি জাতির জীবনে প্রতিটি ক্ষেত্রে নতুন প্রাণ সঞ্চার করে। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাঙালির ঐক্যবদ্ধ উৎসব হচ্ছে পহেলা বৈশাখ।

বিজ্ঞাপন
Advertisement

ওবায়দুল কাদের বলেন, বাংলা নববর্ষের শুভ দিনে দেশবাসী সমস্ত ভেদাভেদ ভুলে জাতীয় অগ্রগতি ও উন্নয়নের স্বার্থে মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়তে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে।

এইচটি/ এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |