জনগণের সহযোগিতায় সুন্দর ও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ঢাকাসহ সারাদেশের সব অনুষ্ঠান। এবারই প্রথম সারাদেশে মঙ্গল শোভাযাত্রা হয়। যা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বললেন পুলিশ মহাপরিদশক (আইজিপি) এ কে এম শহিদুল হক।
শুক্রবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানের পুলিশ বক্সে সংবাদ সম্মেলনে দেশবাসীকে বৈশাখের শুভেচ্ছা জানিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জণগনের দায়িত্বশীল আচরণ ও সহযোগিতার কারণে দেশে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
শহিদুল হক বলেন, পহেলা বৈশাখে সাধারণ মানুষের ঢলই প্রমাণ করে নাশকতা ও জঙ্গিবাদ পছন্দ করে না দেশের জনগণ। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যেকোনো সময়ের চেয়ে এখন ভালো রয়েছে। এই সাধারণ মানুষকে সঙ্গে নিয়েই কঠোর হাতে জঙ্গি দমন করা হবে।
এমসি/সি