ঢাকাবৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

নির্বাচনে অংশ নেয়া বিএনপির গণতান্ত্রিক অধিকার (ভিডিও)

শুক্রবার, ২১ এপ্রিল ২০১৭ , ০১:২১ পিএম


loading/img

দেশের বড় একটি রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে অংশ নেয়া বিএনপির গণতান্ত্রিক অধিকার। বললেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

বিজ্ঞাপন

শুক্রবার দলীয় প্রধানের ধানমন্ডির রাজনৈতিক অফিসে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, আসছে নির্বাচনে বিএনপি অংশ নেবে কি নেবে না সেটি তাদের বিষয়। সেখানে সরকারের কোনো বিষয় নেই। কাউকে জোর করে ভোটে আনা সরকারের দায়িত্বের মধ্যে পড়ে না।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা সব সময় চাই সব দল ভোটে অংশ নিক। তাহলে দেশের গণগন্ত্র আরো মজবুত হবে। বিশ্বের কাছে বাংলাদেশের মর্যাদা আরো বাড়বে। ভোটে আসা বিএনপির গণতান্ত্রিক অধিকার।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ভোটের ব্যবস্থা করার দায়িত্ব নির্বাচন কমিশনের। সরকার শুধু সহযোগিতা করবে। আর কোনো কিছু নেই। নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীসহ সবকিছু কমিশনের নিয়ন্ত্রণে থাকে।

মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপির কাজই হচ্ছে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করা। এসব করে জনগণের কাছে এরইমধ্যে দলটি রাজনৈতিক প্রতিবন্ধী হিসেবে প্রমাণ হয়েছে।

বিজ্ঞাপন
Advertisement

এইচটি/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |