ঢাকাবৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

ভারত সেনাপ্রধানের ঢাকা সফরের কোনো কর্মসূচি নেই : আইএসপিআর

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ২২ এপ্রিল ২০১৭ , ০৯:১১ এএম


loading/img

ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতের বাংলাদেশ সফরের কোন কর্মসূচি নেই বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার টাইমস অফ ইন্ডিয়ার  প্রতিবেদনে বলা হয়,  ২৭ থেকে ৩০ এপ্রিল বাংলাদেশ সফর করবেন ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত।

শুক্রবার আইএসপিআর’র পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রাশিদুল হাসান সাংবাদিকদের বলেন, ভারতের সেনাবাহিনী প্রধানের বাংলাদেশ সফরের খবর ভিত্তিহীন। তার বাংলাদেশে আসার কোনো কর্মসূচি নেই। আমাদের কাছে এধরনের কোন তথ্যও নেই।

বিজ্ঞাপন

গেলো ৩১ মার্চ থেকে ২ এপ্রিল ঢাকা সফর করেন ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত।

ভারতীয় সেনাপ্রধান এক মাসের মধ্যে দ্বিতীয় দফায় ঢাকা সফর করবেন বলে খবর প্রকাশের পর তার কারণ নিয়ে প্রশ্ন তোলে বিএনপি।

শুক্রবার বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু  ঢাকায় মানববন্ধনে বলেন, ভারতের সেনাপ্রধান মি. রাওয়াত ২৭ এপ্রিল আবারও আসছেন। গতমাসেই তিনি ঘুরে গেছেন। এত ঘন ঘন ভারতের সেনাপ্রধানের কেন আসা লাগছে?

বিজ্ঞাপন
Advertisement

এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |