ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য দুঃসংবাদ। দলের প্রাণভোমরা জ্লাতান ইব্রাহিমোভিচের ইনজুরি গুরুতর। এ কারণে বাকি মৌসুমে আর কোনো ম্যাচ খেলতে পারবেন না তিনি!
বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগে আন্ডারলেখটকে ২-১ গোলে হারায় ম্যানচেস্টার ইউনাইটেড। ওই ম্যাচে গোল করতে না পারলেও তাতে সহায়তা করেন ইব্রাহিমোভিচ। ম্যাচে পূর্ণ ছন্দেও ছিলেন তিনি। তবে বিপত্তি ঘটে ওই ম্যাচের শেষ লগ্নে হেড করতে গিয়ে। এতে ভারসাম্য হারিয়ে ডান পায়ে প্রচণ্ড আঘাত পান তিনি। এক পর্যায়ে মাটিতে শুয়ে পড়েন।
পরে জানা যায়, জ্বলাতান ইব্রাহিমোভিচের পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে। ফলে মৌসুমের শেষ ম্যাচগুলো তিনি আর খেলতে পারবেন না। ঠিক কতোদিনের মধ্যে এ সুইডিশ স্ট্রাইকার সেরে উঠবেন তাও জানা যায়নি।
গেলো সপ্তাহে স্পোর্টসমেইল জানায়, জ্লাতান ইব্রাহিমোভিচকে দলে পেতে প্রতি মৌসুমে ৫ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড খরচ করতে রাজি আছে লস অ্যাঞ্জেলস। তবে এতে তার অবস্থান জানা যায়নি।
ডিএইচ