ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

নির্বাচনকালীন সহায়ক সরকার

বিএনপির প্রস্তাব গণতন্ত্রকে জিম্মি করার চক্রান্ত (ভিডিও)

কুষ্টিয়া প্রতিনিধি

বৃহস্পতিবার, ০৪ মে ২০১৭ , ০৩:৫৬ পিএম


loading/img

বিএনপির নির্বাচনকালীন সহায়ক সরকারের প্রস্তাব ও  নির্বাচনে না যাবার হুমকি গণতান্ত্রিক ব্যবস্থাকে জিম্মি করার চক্রান্ত। বললেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, সহায়ক সরকারের অধীন ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না- মির্জা ফখরুলের এমন বক্তব্য গণতান্ত্রিক ব্যবস্থাকে জিম্মি করার চক্রান্ত।

বিজ্ঞাপন

তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে তত্ববধায়ক সরকারের বিধান সাংবিধানিকভাবেই বাতিল হয়ে গেছে।বিএনপি যতই হুমকি দিক, সংবিধান অনুযায়ীই যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এসময় আইসিটি আইনের ৫৭ ধারা সম্পর্কে মন্ত্রী বলেন, সাইবার অপরাধ আইন যখন চূড়ান্ত হবে ৫৭ ধারাটাও তখন সমন্বয় করা হবে।

এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হান, পুলিশ সুপার এস এম মেহেদী হাসান, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

 

জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |