র্যাপিড অ্যাকশন ব্যাটালিনের (র্যাব) চলমান অভিযানে আটক হতে পারেন চিত্রনায়িকা পরীমণি। তার বনানীর বাসায় ‘সুনির্দিষ্ট কিছু অভিযোগের’ ভিত্তিতে এ অভিযান চলছে।
এদিকে র্যাবের তরফ থেকে জানানো হয়, অভিযোগ প্রমাণ হলে জিজ্ঞাসাবাদের জন্য পরী আটক করা হতে পারেন।
আজ বুধবার (৪ আগস্ট) বিকেল ৪টার দিকে পরীমণির বাসায় এ অভিযানে যান র্যাবের গোয়েন্দা দলের সদস্যরা। সেখানে উপস্থিত আছেন র্যাব ভ্রাম্যমাণ আদালতের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও।
সম্প্রতি ঢাকার সাভারের বোটক্লাবে যৌন নির্যাতনের শিকার হয়েছেন অভিযোগ করে আলোচনায় আসেন নায়িকা পরীমণি। ওই ঘটনায় কয়েকজন গ্রেপ্তারও হয়েছিলেন, তারা আবার জামিনও পেয়ে গেছেন। সে সময় একাধিক ক্লাবে পরীমণির ভাঙচুরের অভিযোগ করেন সংশ্লিষ্টরা।
এম