পরীর সঙ্গী রাজও আটক
অবশেষে অভিযানের পর বনানীর বাসা থেকে প্রযোজক ও অভিনেতা নজরুল ইসলাম রাজকে আটক করেছে র্যাব।
মডেল ফারিয়া মাহাবুব পিয়াসার সহযোগী মিশুকে গ্রেপ্তারের পর তার দেয়া গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতেই রাজকে আটক করেছে র্যাব। জানান র্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন।
এদিকে বিকৃত যৌনাচারে একাধিক নারী পুরুষ একসাথে সমন্বিত যৌনাচারে ব্যবহার্য সরঞ্জামাদি সজ্জিত নজরুল ইসলাম রাজের রাজ মাল্টিমিডিয়া প্রোডাকশন হাউজের কক্ষ এবং বিশেষ বিছানা পাওয়া গেছে। রাজের ২ সহযোগীকে আটক করা হয়।
প্রযোজক নজরুল ইসলাম রাজের বাড়ি গোপালগঞ্জ সদরের দুর্গাপুরে। চলচ্চিত্র ও নাটক প্রযোজনার পাশাপাশি অভিনয় করেন তিনি।
জানা যায়, পরীমণির প্রথম ছবি ভালোবাসা সীমাহীন-এর প্রযোজক ছিলেন এই নজরুল ইসলাম রাজ। তিনি প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করে থাকেন। তার হাত ধরেই নাটক থেকে সিনেমায় নাম লেখান পরী।
২০১৯ সালের জুলাইয়ে রাজ মাল্টিমিডিয়া নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তোলেন নজরুল রাজ।
এম
মন্তব্য করুন