ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

পরীর সঙ্গী রাজও আটক

আরটিভি নিউজ

বুধবার, ০৪ আগস্ট ২০২১ , ১০:১৯ পিএম


loading/img
ছবিতে রাজ ও পরী।

অবশেষে অভিযানের পর বনানীর বাসা থেকে প্রযোজক ও অভিনেতা নজরুল ইসলাম রাজকে আটক করেছে র‍্যাব।

বিজ্ঞাপন

মডেল ফারিয়া মাহাবুব পিয়াসার সহযোগী মিশুকে গ্রেপ্তারের পর তার দেয়া গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতেই রাজকে আটক করেছে র‍্যাব। জানান র‍্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন।

এদিকে বিকৃত যৌনাচারে একাধিক নারী পুরুষ একসাথে সমন্বিত যৌনাচারে ব্যবহার্য সরঞ্জামাদি সজ্জিত নজরুল ইসলাম রাজের রাজ মাল্টিমিডিয়া প্রোডাকশন হাউজের কক্ষ এবং বিশেষ বিছানা পাওয়া গেছে। রাজের ২ সহযোগীকে আটক করা হয়।

বিজ্ঞাপন

প্রযোজক নজরুল ইসলাম রাজের বাড়ি গোপালগঞ্জ সদরের দুর্গাপুরে। চলচ্চিত্র ও নাটক প্রযোজনার পাশাপাশি অভিনয় করেন তিনি।

জানা যায়, পরীমণির প্রথম ছবি ভালোবাসা সীমাহীন-এর প্রযোজক ছিলেন এই নজরুল ইসলাম রাজ। তিনি প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করে থাকেন। তার হাত ধরেই নাটক থেকে সিনেমায় নাম লেখান পরী।

২০১৯ সালের জুলাইয়ে রাজ মাল্টিমিডিয়া নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তোলেন নজরুল রাজ।

বিজ্ঞাপন

এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |