ঢাকাবৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

শততম ম্যাচে শূন্য রানে আউট হলেন গেইল

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

রোববার, ০৭ মে ২০১৭ , ০৭:১৩ পিএম


loading/img

আইপিএলে নিজের শততম ম্যাচে শূন্য রানে আউট হলেন ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল।

বিজ্ঞাপন

রোববার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু’র হয়ে ব্যাট করতে নেমে প্রথম বলেই আউট হয়ে যান গেইল।

উমেশ যাদবের করা ইনিংসের প্রথম বলটি ঠিকমতো খেলতেই পারেননি গেইল। বলটি লিডিং এজ হয়ে চলে যায় এক্সট্রা কাভারে। অধিনায়ক গৌতম গম্ভীর লুফে নেন ক্যাচটি।

বিজ্ঞাপন

গেলো ম্যাচেও শূন্য রানে আউট হয়েছিলেন। নিজের শততম ম্যাচেও শূন্য রানে ফেরার কথা ভাবতেই পারেননি তিনি।

আইপিএলে ১শ’ ম্যাচ খেলে ৩ হাজার ৫৭৮ রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের এ ব্যাটসম্যান। এরমধ্যে রয়েছে ৫টি শতক ও ২১টি অর্ধশতক।

আইপিএলে গেইলের ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস অপরাজিত ১৭৫। এ পর্যন্ত তিনি ২৯১টি বাউন্ডারি হাঁকিয়েছেন। ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন ২৬২টি। এটিই আইপিএলে সর্বোচ্চ ওভার বাউন্ডারি হাঁকানোর রেকর্ড।

বিজ্ঞাপন
Advertisement

১শ’ ম্যাচে ৯১.৫ ওভার বল করে নিয়েছেন গেইলের শিকার ১৮টি উইকেট। ২০০৮ সাল থেকে নিয়মিত আইপিএল খেলছেন তিনি।

কে/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |