ঢাকারোববার, ২৯ জুন ২০২৫, ১৫ আষাঢ় ১৪৩২

পলিন হত্যায় বিচারিক আদালতের কার্যক্রম স্থগিত

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ০৮ মে ২০১৭ , ১২:০০ পিএম


loading/img

ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের ছাত্রী পলিন হত্যা মামলা বিচারিক আদালতে চলার পক্ষে হাইকোর্টের দেয়া রায় ১৪ মে পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ।

বিজ্ঞাপন

সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৩ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। পলিনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

এর আগে গেলো ৬ এপ্রিল বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মাহমুদুল হকের হাইকোর্ট বেঞ্চ পলিন হত্যা মামলা বিচারিক আদালতে চলার পক্ষে রায় দেন। 

বিজ্ঞাপন

রায়ে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন আদেশ বাতিল প্রশ্নে জারি করা রুল খারিজ করে বিচার কাজের ওপর দেয়া স্থগিতাদেশ প্রত্যাহার করেন আদালত।

২০০৫ সালের ১১ ফেব্রুয়ারি ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের ছাত্রী হোস্টেল থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রী শর্মিলা শাহরিন পলিনের লাশ উদ্ধার করা হয়। ওই দিন ময়মনসিংহ কোতোয়ালি থানায় অপমৃত্যুর মামলা করেন কলেজের অধ্যক্ষ খাদেমুল ইসলাম।

পরে একই বছরের ১৯ ফেব্রুয়ারি পলিনের বাবা আবুল বাশার পাটোয়ারি ময়মনসিংহ জেলা জজ আদালতে কারো নাম উল্লেখ না করে হোস্টেল কর্তৃপক্ষের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

বিজ্ঞাপন

তখন আদালত বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। ২০১৩ সালের ২২ মে বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। পরে গেলো ৩ মার্চ ময়মনসিংহের জজ আদালত মেজর নাজমুল হকসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

বিজ্ঞাপন

অন্য চার অভিযুক্ত হলেন ক্যাডেট কলেজের সহযোগী অধ্যাপক আবুল হোসেন, নন কমিশন্ড অফিসার মো. নওশেরুজ্জামান, হোস্টেলের আয়া হেনা বেগম ও মেজর মনির আহমেদ চৌধুরী। ৫ আসামির মধ্যে মেজর নাজমুলসহ চারজন জামিনে রয়েছেন। মেজর মনির পলাতক।

এইচটি/সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |