পারিবারিক কারণ দেখিয়ে ৫ দিনের ছুটিতে গেলেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিএম ফরমান আলী। জানালেন গুলশান জোনের অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল আহাদ।
বানানীর হোটেল দ্য রেইন ট্রিতে বেসরকারি বিশ্ববিদ্যারয়ের দুই ছাত্রীকে ধর্ষণের ঘটনায় আলোচনা সমালোচনার মধ্যেই মঙ্গলবার ছুটিতে গেলেন তিনি।
আব্দুল আহাদ বলেন, বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারিবারিক কারণে ৫ দিনের ছুটিতে গেছেন। এর বেশি আমি আর কিছু বলতে পারব না।
গেলো ২৮ মার্চ বনানীর ‘দ্য রেইন ট্রি’ হোটেলে অস্ত্রের মুখে ধর্ষণের শিকার হন বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী। এ ঘটনার ৪০ দিন পর গেলো ৬ মে বনানী থানায় ৫ জনকে আসামি করে ধর্ষণের মামলা দায়ের করেন তারা।
তবে মামলার ৩ দিন পেরিয়ে গেলেও আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে মঙ্গলবার বেলা পৌনে ১২টা থেকে ১ টা পর্যন্ত মামলার প্রধান আসামি আপন জুয়েলার্সে মালিকের ছেলে সাফাতকে ধরতে তার গুলশান-২ এর ৬২ নম্বর রোড়ের ‘আপন ঘরে’ অভিযান চালায় পুলিশ। কিন্তু সেখানে তাকে পাওয়া যায়নি।
যদিও সোমবার সাফাতের বাবা দিলদার আহমেদ বলেছিলেন সাফাত বাসায় আছে। কিন্তু আজ মঙ্গলবার অভিযানের সময় তিনি বিষয়টি অস্বীকার করেন বলে জানালেন অভিযান পরিচালনাকারী বনানী থানার উপপরিদর্শক মিল্টন দত্ত।
এইচটি/ এমকে