ডাকাতদের লুণ্ঠিত মালামাল কেনার অভিযোগে ফরিদপুর জেলার বিভিন্ন জায়গা থেকে দু’নারীসহ আটজনকে আটক করেছে পুলিশ। এ সময় ১২ ভরি পাঁচ আনা স্বর্ণালংকার ও ছয়টি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, গাজীপুর জেলার রনি চক্রবর্তী, রাজু চক্রবর্তী, সুষম সরকার, সুখচান পাল, হায়দার মোল্লা ও শম্ভুনাথ পাল এবং ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পারভীন আক্তার ও মিম জামান।
মঙ্গলবার দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।
এ সময় পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা জানান, গেলো সোমবার রাতে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমানের নেতৃত্বে জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিদের আটক এবং স্বর্ণালংকার ও মোবাইল সেট উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, সাম্প্রতিককালে ফরিদপুরের তিনটি জায়গায় ডাকাতি করে ৩২ ভরি দুইআনা স্বর্ণালংকার, নগদ ৩৮ হাজার টাকা ও তিনটি মোবাইল সেট লুণ্ঠন করে ডাকাতরা। এরই ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
কে/ এমকে