সহজ হচ্ছে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারা

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ১৮ মে ২০১৭ , ০৮:৩৫ পিএম


সহজ হচ্ছে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারা

বিতর্ক থাকায় সহজ করা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারা। জানালেন আইনমন্ত্রী আনিসুল হক।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দুপুরে সচিবালয় জেলা জজদের গাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আনিসুল হক বলেন, আইসিটি আইনের ৫৭ ধারা সহজ করে নতুন ডিজিটাল সিকিউরিটিজ আইনে অন্তর্ভুক্ত করা হচ্ছে। নতুন ধারায় স্বাধীন মত প্রকাশের পথ আর বন্ধ হবে না।

বিজ্ঞাপন

আইনমন্ত্রী বলেন, নতুন এ আইনের খসড়ায় মন্ত্রিপরিষদ ইতোমধ্যেই নীতিগত অনুমোদন দিয়েছে। আইন মন্ত্রণালয় এখন আইনটি যাচাই বাছাই করছে। এরপর স্টেক হোল্ডারদের সঙ্গে মত বিনিময় করে আইনটি চূড়ান্ত করা হবে।

তিনি বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারা চালুর পর থেকে এ নিয়ে বিতর্ক শুরু হয়। এরপরই এটি পরিবর্তনের সিদ্ধান্ত নেয় সরকার। করা হচ্ছে নতুন ডিজিটাল সিকিউরিটি আইন।

আইনমন্ত্রী আরো বলেন, ১৯৭২ সালে তৎকালীন সরকার বিশেষ ক্ষমতা আইন করেছিল। পরে তা রাজনৈতিক হয়রানিতে অপব্যবহার হয়েছে। ২০০৯ সাল থেকে এ আইনের কার্যকারিতা নেই। এভাবেই এক সময় ৫৭ ধারার আর অপব্যবহার হবে না।

বিজ্ঞাপন

এইচটি/সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission