ঢাকাবৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

অ্যাটর্নিকে সংবিধানের অপব্যাখ্যা না দেয়ার পরামর্শ

আরটিভি অনলাইন রিপোর্ট

বুধবার, ২৪ মে ২০১৭ , ১১:২৩ এএম


loading/img

অ্যাটর্নি জেনারেল মাহবুব আলমকে সংবিধানের অপব্যাখ্যা না দিতে পরামর্শ দিলেন আপিল বিভাগ। 

বিজ্ঞাপন

বুধবার সংবিধানের ষোড়শ সংশোধনীর আপিল শুনানিতে তাকে এ পরামর্শ দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ।

আদালত বলেন, সংবিধানে যা আছে তা সঠিক ভাবে তুলে ধরুন। কোনো কিছু ভুলভাবে উপস্থাপন করবেন না।

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার শুনানিতে অ্যাটর্নি জেনারেলকে প্রধান বিচারপতি বলেন, নিম্ন আদালতের সরকারের নিয়ন্ত্রণে। এখন সুপ্রিম কোর্টকেও নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন?

তিনি বলেন, নিম্ন আদালতের ৮০ ভাগ সুপ্রিম কোর্টের অধীনে নেই। আপনি বলছেন, বিচার বিভাগ কার্যকর, এক জেলায় ৫ মাস ধরে জজ নেই। তাহলে বিচার বিভাগ কার্যকর হলো কিভাবে?

গেলো ১২ মার্চ সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেয়া রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য আজকের দিন ঠিক করেছিলেন আদালত। একইসঙ্গে নিয়োগ দেয়া ১২ অ্যামিকাস কিউরিকে এ সময়ের মধ্যে লিখিত বক্তব্য দিতে বলেন।

বিজ্ঞাপন
Advertisement

গেলো ৮ ফেব্রুয়ারি ষোড়শ সংশোধনীর আপিল শুনানিতে ১২ অ্যামিকাস কিউরি নিয়োগ দেন আপিল বিভাগ।

এই ১২ বিশিষ্ট আইনজীবী হলেন বিচারপতি টি এইচ খান,  ড. কামাল হোসেন, ব্যারিস্টার রফিক-উল হক, ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, ব্যারিস্টার শফিক আহমেদ, এম আই ফরুকী, ব্যারিস্টার ফিদা এম কামাল, এ জে মোহাম্মদ আলী, এ এফ হাসান আরিফ ও  আবদুল ওয়াদুদ ভূঁইয়া।

গেলো বছরের ১১ আগস্ট সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেয়া রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। পরে এ রায়ের বিরুদ্ধে আপিল করেন রাষ্ট্রপক্ষ।

গেলো বছরের ৫ মে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে ষোড়শ সংশোধনী অবৈধ বলে রায় ঘোষণা করেন।

এইচটি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |