ঢাকাবৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

সাভারে কথিত বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

শুক্রবার, ২৬ মে ২০১৭ , ১০:৪৪ এএম


loading/img

সাভারে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শীর্ষ মাদক ব্যবসায়ী মুক্তার হোসেন মুক্তি নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার ভোররাতে সাভারের বিরুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সাভারের ছোটবলি মেহের এলাকায় আখতার হোসেনের ছেলে মুক্তার হোসেন মুক্তি দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিলো।

বিজ্ঞাপন

পুলিশ অভিযান চালিয়ে মুক্তিকে গ্রেপ্তারের পর তাকে নিয়ে ভোররাতে অন্য মাদক ব্যবসায়ীদের ধরতে গেলে বিরুলিয়া এলাকায় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে । এ সময় পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এতে মাদক ব্যবসায়ী মুক্তি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন।

এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

পুলিশ মুক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে।

বিজ্ঞাপন

সাভার মডেল থানার ওসি এস এম কামরুজ্জামান জানান, মুক্তির বিরুদ্ধে সাভারসহ বিভিন্ন থানায় নারী পাচার ও মাদক বিক্রিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের প্রায় ১৮টি মামলা রয়েছে।

বিজ্ঞাপন

জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |