শক্তিশালী গণতান্ত্রিক সরকার দেশ পরিচালনা করছে : ওবায়দুল কাদের (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ২৮ মে ২০১৭ , ০৩:৪৯ পিএম


শক্তিশালী গণতান্ত্রিক সরকার দেশ পরিচালনা করছে : ওবায়দুল কাদের (ভিডিও)

বিএনপির মতো হাওয়া ভবন নয়, শেখ হাসিনার নেতৃত্বাধীন শক্তিশালী গণতান্ত্রিক সরকার দেশ পরিচালনা করছে। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিজ্ঞাপন

রোববার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কে সড়ক পরিস্থিতি দেখতে এসে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বর্তমানে আওয়ামী লীগ সরকার শক্তিশালী গণতান্ত্রিক ভিত্তির ওপর দেশকে দাঁড় করিয়েছে। হাওয়া ভবনের মতো কোথাও থেকে সরকার নিয়ন্ত্রণ হয় না। জনগণের অধিকার ও ইচ্ছকে সবচেয়ে গুরুত্ব দেয় বর্তমান সরকার।

বিজ্ঞাপন

তিনি বলেন, হাওয়া ভবন থেকেই অতীতে আওয়ামী লীগ সভানেত্রীকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে। এছাড়া দেশবিরোধী বিভিন্ন ষড়যন্ত্র ওই ভবন থেকেই হয়েছে।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের সময় যেসব ষড়যন্ত্র হয়েছে সেগুলো এখন খুঁচিয়ে না তোলাই বিএনপি জন্য মঙ্গল হবে। চার দলীয় জোট সরকারের সময় আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও নেতাকর্মীদের নির্যাতন করা হয়েছে।

২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তারেক রহমানের প্রতিষ্ঠিত হাওয়া ভবনের নির্দেশনায় শাহ এএমএস কিবরিয়া, আহসান উল্লাহ মাস্টার, সাংবাদিক হুমায়ুন কবির বালুসহ ২১ হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা, খুন ও ধর্ষণের স্মৃতি এখনো গণতন্ত্রকামী মানুষের বিবেককে নাড়া দেয়।

বিজ্ঞাপন

বিএনপির ভিশনের সমালোচনা করে তিনি বলেন, এরইমধ্যে খালেদা জিয়ার ঘোষিত ভিশনের চমক দেখাতে শুরু করেছে দলটির নেতারা। এখন দেশের বিভিন্ন স্থানে কর্মী সম্মেলন করতে গিয়ে নেতারা মারামারি করছে।

 

এইচটি/সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission