ঢাকারোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

গণতন্ত্রের জন্য আন্দোলন করছে বিএনপি : ফখরুল (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ২৯ মে ২০১৭ , ০৩:৩৩ পিএম


loading/img

দেশের মানুষের গণতান্ত্রিক ও ভোটের অধিকারের জন্য আন্দোলন করছে বিএনপি। বললেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

সোমবার দুপুরে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশন মিলনায়তনে জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব বলেন।

বিএনপি মহাসচিব বলেন, আমরা নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের জন্য আন্দোলন করছি। আমাদের উদ্দেশ্য মানুষের হারিয়ে যাওয়া ভোটের অধিকার ফিরিয়ে দেয়া। আসছে একাদশ সংসদের ভোট সহায়ক সরকারের অধীনেই হতে হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ভোটের আগে অবশ্যই সরকারকে বিরোধী দলের সব নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। নির্বাচন কমিশন নিবন্ধিত সব রাজনৈতিক দলগুলোর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

মির্জা ফখরুল বলেন, আমরা দীর্ঘদিন ধরে গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করছি। তারই অংশ হিসেবে আসছে নির্বাচনে যাব। তবে সহায়ক সরকার ছাড়া তা হবে না। অবশ্যই নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা দিতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ প্রথম আঘাত এনেছে রাজনীতিতে। এভাবে সব স্তরে তারা ধ্বংসাত্মক কার্যক্রম চালাচ্ছে। প্রবৃদ্ধি নিয়ে মিথ্যাচার করছে, মানুষকে প্রতারিত করছে। এখন প্রবৃদ্ধি হচ্ছে শুধু আওয়ামী লীগের নেতা নেত্রীদের জন্য। দেশের সাধারণ জনগণের জন্য নয়।

বিজ্ঞাপন

 

এইচটি/সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |