হন্ডুরাসে স্টেডিয়ামে পদদলিত হয়ে চার ব্যক্তি নিহত ও অনেকে আহত হয়েছেন। দেশটির জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের ফাইনাল ম্যাচে এ হতাহতের ঘটনা ঘটে।
সোমবার দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।
বিবিসি জানায়, রাজধানী তেগুসিগালপার জাতীয় স্টেডিয়ামে মোতাগুয়া ও হন্ডুরাস প্রোগ্রেসোর ম্যাচ হয়। ওই স্টেডিয়ামে দর্শক ধারণক্ষমতা ৩৫ হাজার। ম্যাচ শুরুর আগেই স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
পরে আরো সমর্থক তাদের প্রিয় ক্লাবের খেলা দেখার জন্য সেখানে প্রবেশের চেষ্টা করে। তবে নিরাপত্তার স্বার্থে তাতে বাধা দেয় পুলিশ। তবুও সেই বাধা অমান্য করে ঢোকার প্রাণান্তকর চেষ্টা চালায় দর্শকরা। এক পর্যায়ে সীমা অতিক্রম করলে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার সেল ও জল কামান ব্যবহার করে পুলিশ। এতে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যাওয়ার সময় এ হতাহতের ঘটনা ঘটে।
এমন দুর্ঘটনার ম্যাচে ৩-০ ও সবমিলিয়ে ৭-১ ব্যবধানে জিতে শিরোপা ঘরে তুলেছে মোতাগুয়া।
ম্যাচ শেষে বিবৃতিতে নিহত ব্যক্তিদের পরিবার ও বন্ধু-বান্ধবদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে মোতাগুয়া। একইসঙ্গে দ্রুত সেরে উঠতে আহতদের প্রতি শুভকামনা জানিয়েছে ক্লাবটি।
ডিএইচ