বাবরি মসজিদ ধ্বংসে ভারত জনতা পার্টির (বিজেপি) নেতা ও ভারতের সাবেক উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদভানি, কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী ও সাবেক মন্ত্রী মুরলী মনোহর জোশীকে জামিন দিলেন বিশেষ সিবিআই আদালতের বিচারক।
মঙ্গলবার দুপুরে ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে এই বিজেপি নেতারা জামিন পান। বিজেপি নেতা বিনয় কাটিয়ারসহ আরো এক হিন্দুত্ববাদী নেত্রী সাধ্বী রীতম্বরাও এদিন আদালতে উপস্থিত ছিলেন।
এছাড়া লালকৃষ্ণ আদভানির সঙ্গে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
এদিন লালকৃষ্ণ আদভানিসহ বিজেপি নেতৃত্ব ষড়যন্ত্রের অভিযোগ থেকে মুক্তি দিতে আদালতে আর্জিও জানান।
বিজেপি নেতাদের জামিন পাওয়ার পরে বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু জানান, এটা আইনি প্রক্রিয়া। আমাদের নেতারা নির্দোষ। সবাই নির্দোষ প্রমাণিত হবেন। এর বেশি কিছু বলতে চাই না।
তার আগে আদালতে প্রবেশের আগে এই মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী জানান, তাকে যেন কেউ অপরাধী না ভাবেন।
৮৯ বছরের আদভানি এবং তার দলের অন্যান্য নেতাকর্মী উমা ভারতী এবং মুরলী মনোহর যোশীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে- ১৯৯২ সালে উস্কানিমূলক মন্তব্যের মাধ্যমে লাখ লাখ ডানপন্থী ও হিন্দুত্ববাদী কর্মী ও কর সেবকরা বাবরি মসজিদ ধ্বংস করে।
সিবিআইয়ের দাবি, তাদের কাছে তথ্যপ্রমাণ রয়েছে। নেতারা মসজিদের কাছে সেই দিন এমন মন্তব্য করেছিলেন যে হিন্দুত্ববাদী নেতাকর্মীরা বাবরি মসজিদে হামলা করেছিল এবং বিজেপির শীর্ষ এই নেতাদের উস্কানিমূলক মন্তব্য ষড়যন্ত্রের অংশ ছিল।
২০১০ সালে এলাহাবাদ হাইকোর্ট আদভানিসহ ১৩ জনের বিরুদ্ধে বাবরি মসজিদ ধ্বংসে ষড়যন্ত্রের অভিযোগ খারিজ করেছিল। এই রায়ের বিরোধিতা করে সিবিআই ফের সুপ্রিম কোর্টে আবেদন জানায়।
ওয়াই/সি