ঢাকাবৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

নারায়ণগঞ্জ ও দিয়াবাড়ির অস্ত্র একই চক্রের

আরটিভি অনলাইন রিপোর্ট

শুক্রবার, ০২ জুন ২০১৭ , ০৪:২২ পিএম


loading/img

নারায়ণগঞ্জের রুপগঞ্জ থেকে উদ্ধার হওয়া অস্ত্র ও ঢাকার দিয়াবাড়ি থেকে পাওয়া অস্ত্র একই চক্রের। বললেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

বিজ্ঞাপন

শুক্রবার দুপুরের রূপগঞ্জ থেকে উদ্ধার হওয়া অস্ত্রের স্থান দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মনিরুল ইসলাম বলেন, রূপগঞ্জের অস্ত্র ও গোলাবারুদের সঙ্গে গেলো বছর দিয়াবাড়িতে উদ্ধার হওয়া অস্ত্রের মিল রয়েছে। একই কৌশলে এ দুই স্থানে এগুলো লুকিয়ে রাখা হয়েছিল। এর পেছনে একটি চক্রই সক্রিয় থাকতে পারে।

বিজ্ঞাপন

তিনি বলেন, দুই জায়গার অস্ত্র ও লুকিয়ে রাখার পদ্ধতি একই ধরনের। এসব মিলের কারণে পুলিশের ধারণা এটি একই গ্রুপের কাজ।

মনিরুল বলেন, রূপগঞ্জ থেকে উদ্ধার হওয়া অস্ত্রগুলো সচল ও স্বয়ংক্রিয়। বিপুল পরিমাণ এসব অস্ত্র দুই-তিনমাস আগে এখানে রাখা হয়েছে। তবে এ ঘটনায় জঙ্গি সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা এখনো নিশ্চিত নয়।

তিনি জানান, এই অভিযানে একটি বাড়ি ও পাশের লেক থেকে দুটি রকেট লঞ্চার, ৬২টি এম-১৬ রাইফেল, ৫টি পিস্তল, বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন
Advertisement

এইচটি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |