ঢাকামঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

লাউয়াছড়া’র সৌন্দর্যে মুগ্ধ মার্শা বার্নিকাট (ভিডিও)

আরটিভি অনলাইন ডেস্ক

শনিবার, ০৩ জুন ২০১৭ , ১২:৫৫ পিএম


loading/img

দিন দিন পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে মৌলভীবাজারের দৃষ্টিনন্দন স্পটগুলো। চা বাগান, হাইল হাওর আর ঝর্ণা বেষ্টিত অপরূপ মৌলভীবাজার ভ্রমণ পিপাসুদের যেন হাত বাড়িয়ে ডাকে। দেশি-বিদেশি পর্যটকদের ভিড়ে মুখর এ জনপদ।

বিজ্ঞাপন

যত দূর চোখ যায় কেবল সবুজের হাতছানি। চা বাগানের সারি সারি টিলা, আঁকাবাঁকা পাহাড়ি পথ আর ঘন সবুজ অরণ্যের অপরূপ লীলাভূমি মৌলভীবাজার জেলার সৌন্দর্য যে কাউকেই আকৃষ্ট করে। তাই পর্যটকরা বার বার ছুটে আসেন, চায়ের রাজধানী খ্যাত এই জেলায়।

মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. শাহজালাল জানান, পর্যটকদের জন্য সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা রয়েছে এখানে।

বিজ্ঞাপন

আর মৌলভীবাজার জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম বলেন, জেলার পর্যটন সম্ভাবনাকে সর্বোচ্চ মাত্রায় নিয়ে যেতে কাজ করছেন তারা।

এদিকে সম্প্রতি লাউয়াছড়া উদ্যান পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। তিনি সিলেটের লাউয়াছড়া উদ্যান দেখে এর সৌন্দর্যে হয়ে যান মুগ্ধ ।

সংশ্লিষ্টরা বলছেন, পর্যটকদের সংখ্যা আরো বাড়াতে হলে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এর ফলে পর্যটকদের সংখ্যা বাড়ার পাশাপাশি বাড়াবে দেশের সম্মান।

বিজ্ঞাপন

 

আরকে/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |