ঢাকাবুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

দক্ষিণ আফ্রিকার দেয়া ৩০০ রানের লক্ষ্যে ব্যাট করছে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

শনিবার, ০৩ জুন ২০১৭ , ০৮:৫৩ পিএম


loading/img

চ্যাম্পিয়নস ট্রফির তৃতীয় ম্যাচে 'বি' গ্রুপের খেলায় দক্ষিণ আফ্রিকার দেয় ৩০০ রানের লক্ষ্যে ব্যাট করছে শ্রীলঙ্কা। তিন ওভারে কোনো উইকেট না হারিয়ে ১০ রান সংগ্রহ করতে পেরেছে লঙ্কানরা। ১০ বলে ৭ রানে নিরোশান ডিকওয়েলা ও ৮ বলে ২ রানে উপুল থারাঙ্গা ব্যাট করছেন।

বিজ্ঞাপন

শনিবার বিকেলে কেনিংটন ওভালে টস হেরে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২৯৯ রানের পুঁজি গড়ে প্রেটিয়া।

উদ্বোধনী জুটিতে দুই ওপেনার হাশিম আমলা ও কুইন্টন ডি কক সংগ্রহ করেন ৪৪ রান। ৪২ বলে ২৩ রান করা ডি কককে সাজঘরের পথ দেখান শ্রীলঙ্কার ডানহাতি পেসার নুয়ান প্রদীপ।

বিজ্ঞাপন

দ্বিতীয় উইকেট জুটিতে ১৪৫ রান সংগ্রহ করেন আমলা ও ফ্যাফ ডু প্লেসিস। ৭০ বলে ৭৫ রান করা ডু প্লেসিসকে সাজঘরে ফেরান প্রদীপ।

টপ-অর্ডারের ব্যাটসম্যানদের গড়ে দেয়া ভিতকে অবশ্য কাজে লাগাতে পারেননি দক্ষিণ আফ্রিকা অধিনায়ক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।

লেগস্পিনার সেকুগে প্রসন্ন’র তৃতীয় ব্যাটসম্যান হিসেবে মাঠে আসা অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স আউট হয়েছেন মাত্র ৪ রানে।

বিজ্ঞাপন

ওপেনিংয়ে নামা আমলা ঠিকেই একপ্রান্ত আগলে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ২৫তম সেঞ্চুরিটি। তার সেঞ্চুরি পূর্ণ হবার পরের বলেই ২২ বলে ১৮ রান করা ডেভিড মিলারকে আউট করেছেন সুরঙ্গা লাকমল।

আমলা অবশ্য সেঞ্চুরির পর খুব বেশি রান করতে পারেন। ১১৫ বল থেকে ১০৩ রান করা এ ওপেনার রান আউট হয়ে মাঠ ছাড়েন।

ষষ্ঠ উইকেটে জেপি ডুমিনি ও ক্রিস মরিস ৩২ বলে ৪৫ রান যোগ করেন। মরিস ২০ রানে হলেও ডুমিনি অপরাজিত থাকেন ২০ বলে ৩৮ রানে। অপর অপরাজিত ব্যাটসম্যান ওয়েন পার্নেল।

কে/সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |