ঢাকামঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

হামলার পর ইরানের পার্লামেন্ট ভবন নিয়ন্ত্রণে, নিহত ১ (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

বুধবার, ০৭ জুন ২০১৭ , ০২:৩৭ পিএম


loading/img

ইরানের পার্লামেন্ট ও আয়াতুল্লাহ খোমেনির মাজারে  বুধবার সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

পার্লামেন্টে হামলার ঘটনায় একজন নিরাপত্তারক্ষী নিহত হয়েছে।

এরপর আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযানে সন্ত্রাসীদের পরাস্ত করা হয়েছে বলে দাবি করেছে ইরানের সরকারি সূত্র।

বিজ্ঞাপন

রয়টার্সের খবরে বলা হয় খোমেনির সমাধিস্থলে কয়েকজন আহত হয়েছেন।

পার্লামেন্ট সদস্য ইলিয়াস হাজরাতির বরাত দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশনের ওয়েবসাইটে বলা হয়েছে, তিনজন বন্দুকধারী পার্লামেন্টে এ হামলা চালায়। একজনের হাতে পিস্তল ও দুজনের হাতে একে-৪৭ ছিল।

পার্লামেন্টের এক সদস্য জানান, ঘটনার সময় তিনি পার্লামেন্টের ভেতরে ছিলেন। এরপর গোলাগুলি শুরু হলে পার্লামেন্টের সব দরজা বন্ধ করে দেয়া হয়।

বিজ্ঞাপন

এ সময় একজন হামলাকারী নিরাপত্তা বাহিনীর সদস্যদের দ্বারা বেষ্টিত ছিল।

বার্তা সংস্থা ফারস জানায়, একজন অস্ত্রধারী আয়াতুল্লাহ খোমেনির সমাধিস্থলে গুলি চালায় এবং কয়েকজন আহত হয়। এটি ছিল আত্মঘাতী  হামলা।

হামলাকারীদের পরিচয় ও উদ্দেশ্য এখনও জানা যায়নি। 

 

এপি 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |