নতুন নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে সব জল্পনা-কল্পনার অবসান হয়েছে আজ শনিবার। সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়ালকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আগামী পাঁচ বছরের জন্য প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পাওয়া কাজী হাবিবুল আউয়াল সর্বশেষ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব ছিলেন। সেখান থেকে ২০১৭ সালে অবসরে যান।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার আগ মুহূর্তে কাজী হাবিবুল আউয়াল সরকারের বেশকিছু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। সেদিক থেকে হাবিবুল আউয়াল একজন সৎ এবং দক্ষ আমলা হিসেবে সুপরিচিত।
বিসিএসের ১৯৮১ ব্যাচের এই কর্মকর্তা তার আগে ধর্ম, সংসদ সচিবালয়ে সচিবের দায়িত্ব পালন করেন। সরকারি চাকরি থেকে বিদায় নেওয়ার পর ব্র্যাক ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছিলেন।
নতুন নির্বাচন কমিশনার গঠনের লক্ষ্যে গঠিত অনুসন্ধান কমিটি ১০ জনের তালিকা চূড়ান্ত করে। পরে অনুসন্ধান কমিটি রাষ্ট্রপতির কাছে নামের তালিকা হস্তান্তর করে। সেই তালিকা থেকে নির্বাচন কমিশনারদের নাম চূড়ান্ত করা হয়।