ঢাকাবৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

রাজক্ষমায় মুক্তি মিলল গাদ্দাফি পুত্রের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

রোববার, ১১ জুন ২০১৭ , ০৯:৩১ এএম


loading/img

রাজক্ষমার আওতায় মুক্তি মিলেছে লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির দ্বিতীয় সন্তান সাইফ আল ইসলাম গাদ্দাফির।

বিজ্ঞাপন

ছয় বছর আগে জিনতান শহর থেকে স্থানীয় এক মিলিশিয়া গোষ্ঠী তাকে ধরে নিয়ে যায়। ধারণা করা হতো বাবার পছন্দের উত্তরসূরী ছিলেন সাইফ।

বিবিসি জানায়, ফেসবুক পেজে সাইফের মুক্তির বিষয়টি প্রকাশ করেছে আবু বকর আল-সিদ্দিক ব্যাটালিয়ন।

বিজ্ঞাপন

দেশটির অন্তর্বর্তী সরকারের অনুরোধেই তাকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে মিলিশিয়া গোষ্ঠীটি।

স্থানীয় সংবাদমাধ্যম বলছে, বর্তমানে পূর্বাঞ্চলীয় শহর বায়দা’তে স্বজনদের সঙ্গে আছেন, গাদ্দাফি পুত্র সাইফ।

এর আগেও সাইফকে মুক্ত করার সংবাদ প্রকাশ পায়। তবে পরে সেটি সংবাদটি ভুয়া প্রমাণিত হয়।

বিজ্ঞাপন
Advertisement

২০১১ সালে নাইজার যাওয়ার সময় তাকে এক মরুভূমি থেকে আটক করা হয়।

৪৪ বছর বয়সী সাইফ ২০০৮ সালে লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

ওয়াই/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |