ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

আইএস’র পতন ঘোষণা করলো ইরাক

শুক্রবার, ৩০ জুন ২০১৭ , ১০:১৯ এএম


loading/img

মসুলে গ্র্যান্ড আল নুরি মসজিদ পুনর্দখলের পর, আইএসের খেলাফতের পতন ঘোষণা করেছে ইরাক সরকার।

বিজ্ঞাপন

আট মাসের অভিযানে একে একে মসুলের বিভিন্ন অংশ দখল করে বৃহস্পতিবার সাড়ে আটশো বছরের পুরনো মসজিদটিতে প্রবেশ করে ইরাকি সেনারা।

তিন বছর আগে ওই মসজিদ থেকেই খেলাফতের ঘোষণা দিয়েছিলেন কথিত আইএস প্রধান আবুবকর আল-বাগদাদি।

বিজ্ঞাপন

সেনাবাহিনীর আল নুরি মসজিদ পুনর্দখলে আইএসের খেলাফতের সমাপ্তি ঘোষণা করেন প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। মসুল ছিল জঙ্গিদের সবচেয়ে শক্তিশালী আস্তানা। আল নুরি মসজিদ পুনর্দখলের মধ্য দিয়ে আরো একধাপ এগোলো মসুল পুনরুদ্ধার অভিযান।

তবে, এখনো মসুলের পশ্চিম ও দক্ষিণের কিছু অংশ আইএসের নিয়ন্ত্রণে রয়েছে। চূড়ান্ত জয় না আসা পর্যন্ত লড়াই চালিয়ে যেতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন ইরাকি প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

২০১৪ সালের জুন থেকে এ মসজিদেরই আল হাদবা মিনারে ওড়ানো ছিল আইএস এর কালো পতাকা।

বিজ্ঞাপন

জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |