ঢাকাবৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

আমেরিকায় নাইট ক্লাবে গোলাগুলি, আহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

শনিবার, ০১ জুলাই ২০১৭ , ০৭:৩৫ পিএম


loading/img

আমেরিকার আরকানসাস প্রদেশের একটি নাইট ক্লাবে বন্দুকধারীর গুলিতে গুরুতর আহত হয়েছেন ১৭ জন। খবর দ্য গার্ডিয়ানের।

বিজ্ঞাপন

এ ঘটনায় ১ জনের অবস্থা আশঙ্কাজনক। তবে হামলাকারীকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার স্থানীয় সময় ভোরে আরকানসাসের লিটল রক এলাকার পাওয়ার আল্ট্র লাউঞ্জে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

প্রাথমিকভাবে লিটল রক পুলিশ টুইটারে জানায়, ঘটনাটির সঙ্গে কোনো জঙ্গি সম্পৃক্ততা নেই।

টুইটারে আরো জানানো হয়, নাইট ক্লাবে কনসার্ট চলাকালীন ওই হামলা চালানো হয়। ভোরের দিকে সেই কনসার্ট যখন শেষ হয়ে আসছে, তখনই কোনো এক কারণে ঝামেলা সৃষ্টি হয়।

উত্তেজিত হয়ে একজন গুলি চালাতে শুরু করেন। এতে অনেকেই ক্লাব থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন। এসময় এক কিশোরসহ অন্তত ১৭ জন আহত হন।

বিজ্ঞাপন

সবশেষ আপডেটে পুলিশ জানায়, আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বিজ্ঞাপন

ওয়াই/সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |