রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহম্মেদ ঝন্টুর ওপর হামলার প্রতিবাদে কালো ব্যাজ ধারণ ও রাস্তায় ময়লা ফেলে কর্মবিরতি পালন করেছেন সিটি করপোরেশনের সকল কর্মকর্তা-কর্মচারীরা। এসময় তারা মৌন মিছিল করে মেয়রের ওপর হামলার বিচার দাবি করেন।
সোমবার সকালে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা শহরের রাস্তায় মৌন মিছিল শেষ করে সংবাদ সম্মেলন করে তারা দিনব্যাপী কর্মবিরতি পালন করার ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীরা অভিযোগ করেন, রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টুর ওপর রোববার সন্ধ্যায় সন্ত্রাসী হামলা হয়। মেয়রের নগরীর গুপ্তপাড়া বাসভবনের সামনে এই ঘটনা ঘটে। হামলাকারী যুবক সাদ্দামকে আটক করে কোতয়ালী থানায় সোপর্দ করা হয়েছে। এঘটনায় মেয়রের পিএস রাশেদুন্নবী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনার নেপথ্য রহস্য উন্মেচন ও দোষীদের শাস্তির দাবিতে সিটি করপোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীসহ সকলে কালো ব্যাজ ধারণ করে দিনব্যাপী কর্মবিরতি পালন করে।
হঠাৎ সিটি করপোরেশনের কর্মবিরতি ও রাস্তায় আর্বজনা ফেলে রাখার ফলে নগরবাসী চরম ভোগান্তিতে পড়ে।
এমকে