ঢাকারোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

অভিজাত এলাকা থেকে ১০ মাসের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

বুধবার, ০৫ জুলাই ২০১৭ , ০১:৫২ পিএম


loading/img

ঢাকার অভিজাত আবাসিক এলাকা গুলশান, বনানী ও ধানমণ্ডি থেকে বাণিজিক ভবন এবং অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজউককে ১০ মাস সময় বেঁধে দিয়েছেন হাইকোর্ট।

বিজ্ঞাপন

বুধবার  ঢাকার অভিজাত এলাকার বাণিজ্যিক ও অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে  ২শ’ ৩৩টি রিট আবেদন একসঙ্গে নিষ্পত্তি করেন হাইকোর্ট। পরে এবিষয়ে জারি করা এক রুলের শুনানি শেষে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাজউকের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অন্যদিকে রিটকারীদের পক্ষে ছিলেন এ বি এম আলতাফ হোসেন, অ্যাডভোকেট ইদ্রিসুর রহমান, আসিফ আলী খান ও অ্যাডভোকেট মনিরুজ্জামান।

বিজ্ঞাপন

অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজউককে দেয়া হাইকোর্টের এই আদশের কথা জানান আইনজীবী এ বি এম আলতাফ হোসেন।

তিনি বলেন, গুলশান, বনানী ও ধানমন্ডি এলাকার আবাসিক প্লট থেকে সব অননুমোদিত বাণিজ্যিক ও অবৈধ স্থাপনা ১০ মাসের মধ্যে সরিয়ে নিতে  নির্দেশ দিয়েছেন আদালত।

এই সময়ের মধ্যে ওইসব স্থাপনায় রাজউক বা কোনো সেবা সংস্থা উচ্ছেদ অভিযান চালাতে পারবে না। এছাড়াও গ্যাস, বিদ্যুৎ, পানি সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না।

বিজ্ঞাপন

তবে নির্ধারিত সময়ের মধ্যে মালিকরা স্থাপনা সরিয়ে না নিলে রাজউক নোটিস ছাড়াই সেখানে উচ্ছেদ অভিযান চালাতে পারবে।

 

 

এইচটি/ এমকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |