পদ্মা সেতুতে দাঁড়িয়ে বিমানবাহিনীর মনোজ্ঞ ডিসপ্লে দেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মাওয়া প্রান্তে সেতু উদ্বোধন শেষে শনিবার (২৫ জুন) দুপুর ১২টার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাজিরার উদ্দেশে রওনা দেন। পদ্মা সেতুতে ওঠার কিছুক্ষণ পর প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা গাড়ি থেকে সেতুর ওপরে নামেন। এরপর পদ্মা সেতু ও নদীর চারপাশ ঘুরে দেখেন এবং বিমান বাহিনীর মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করেন। এ সময় তার শেখ হাসিনার শেযে সায়মা ওয়াজেদ পুতুলকে ছবি তুলতে দেখা যায়।
এর আগে নতুন বাংলাদেশের প্রতীক পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম টোল দিয়ে পদ্মা সেতুতে ওঠেন প্রধানমন্ত্রী ও তার গাড়িবহর। উদ্বোধন শেষে টোল দিয়ে তিনি পদ্মা সেতুতে ওঠেন।
এরপর পদ্মা সেতুর ফলক ও ম্যুরাল উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটলো আজ। ভোগান্তি ছাড়াই দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ পাড়ি দেবে পদ্মা।