আন্তর্জাতিক গণমাধ্যমে পদ্মা সেতুর খবর

আরটিভি নিউজ

শনিবার, ২৫ জুন ২০২২ , ০২:০৫ পিএম


আন্তর্জাতিক গণমাধ্যমে পদ্মা সেতুর খবর

বাংলাদেশের বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুর উদ্বোধনের খবর প্রকাশ করেছে বিশ্বের বিভিন্ন গণমাধ্যম।

বিজ্ঞাপন

শনিবার (২৫ জুন)  হিন্দুস্তান টাইমস, এবিপি, এএনআই, ইন্ডিয়ান এক্সপ্রেসসহ অন্যান্য গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে।

এর আগে শুক্রবার (২৪ জুন) পদ্মা সেতু নিয়ে বিশদ এক প্রতিবেদন করেছিল সিঙ্গাপুরভিত্তিক দৈনিক দ্য স্ট্রেইট টাইমস। তাদের শিরোনাম ছিলো, বিদেশি ঋণের ফাঁদ, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা এড়িয়েছে বাংলাদেশের নতুন সেতু।

বিজ্ঞাপন

আজ পশ্চিমবঙ্গের প্রভাবশালী সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা পদ্মা সেতুর উদ্বোধনের খবর লিড করেছে। তারা শিরোনাম দিয়েছে, ‘পদ্মা সেতু : জ্বলে পুড়ে-মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়!’ পদ্মা সেতু উদ্বোধনে হাসিনার কণ্ঠে সুকান্ত। 

হিন্দুস্তান টাইমসের বাংলা সংস্করণও লাইভ আপডেট জানিয়েছে পদ্মা সেতু উদ্বোধনের। স্মারক নোট প্রকাশ থেকে শুরু করে প্রধানমন্ত্রীর টোল পরিশোধের খবর ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে তাদের প্রতিবেদনে।

বিজ্ঞাপন

আজ দ্য ইকোনমিক টাইমস, টাইমস অব ইন্ডিয়া, এএনআই একই শিরোনাম করেছে। তারা লিখেছে, বাংলাদেশের ১৭ কোটি মানুষের স্বপ্ন সত্য হলো : পদ্মা সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’ 

ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, প্রবল পদ্মা পেরিয়ে স্বপ্নের সেতুর অপেক্ষায় বাংলাদেশ।

সংবাদ প্রতিদিন লিখেছে, ‘শত বাধা পেরিয়ে তৈরি স্বপ্নের পদ্মা সেতু, বাংলাদেশকে অভিনন্দন যুক্তরাষ্ট্র ও চীনের।’

ইটিভি ভারতের শিরোনামে বলা হয়েছে, ‘বাংলাদেশ পদ্মা সেতু : ঢাকা-কলকাতা আরও কাছাকাছি, বহুপ্রতীক্ষিত পদ্মা সেতু উদ্বোধনে শেখ হাসিনা।’

এবিপি লিখেছে, সড়কপথে এপার বাংলা থেকে ওপার বাংলায় পৌঁছানোর দূরত্ব কমাবে পদ্মা সেতু।’

প্রতিবেদনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নপূরণের কথা উল্লেখ করেছে ভারতের টাইমস গ্রুপের বাংলা সংবাদমাধ্যম এই সময় তাদের শিরোনামে লিখেছে, ‘বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ, পদ্মা সেতুর উদ্বোধন করলেন শেখ হাসিনা’। সেতুটি নির্মাণে কত খরচ হয়েছে তা নিয়ে আরেকটি প্রতিবেদন করেছে তারা।

কলকাতার জাতীয় দৈনিক আজকালের শিরোনাম, ‘বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে বিশ্বের বুকে: শেখ হাসিনা’।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission