ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

রাজশাহীতে ৪ জেএমবি সদস্য গ্রেপ্তার (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

শুক্রবার, ০৭ জুলাই ২০১৭ , ১০:১৭ এএম


loading/img

পুলিশের জঙ্গিবিরোধী বিশেষ অভিযানে রাজশাহীর পুঠিয়া ও দুর্গাপুর থেকে জঙ্গিগোষ্ঠী জামাআতুল মুজাহিদীন (জেএমবি) বাংলাদেশের ৪ সদস্যকে গ্রেপ্তার করা  হয়েছে।

বিজ্ঞাপন

গ্রেপ্তার হওয়া ৪জন পুলিশের তালিকাভুক্ত জেএমবি সদস্য। তাদের কাছ থেকে অস্ত্র, জিহাদি বই উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করনে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরী। তিনি বলেন, জঙ্গি বিরোধী বিশেষ অভিযান চালিয়ে পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করেছে।

বিজ্ঞাপন

তারা হলেন- পুঠিয়ার আবদুল হামিদের ছেলে আবুল কাশেম রোকন (৩৮), দুর্গাপুরের মো. ঈশার ছেলে মো. আসলাম (৩৭), মৃত খোদা বক্সের ছেলে মোহাম্মদ আলী (৩০) ও জোয়াদ আলীর ছেলে মো. বাবু হুজুর (২৮)।

সুমিত চৌধুরী বলেন, বৃহস্পতিবার রাতে পুঠিয়া ও দুর্গাপুরে অভিযান চালিয়ে নিজ নিজ বাসা থেকে জেএমবির এসব সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে। তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে।

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এইচটি/ এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |