ঢাকাবুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত, ৩১ জুলাই থেকে সংলাপ

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ০৯ জুলাই ২০১৭ , ০৮:০৯ পিএম


loading/img

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আসছে ৩১ জুলাই থেকে সংলাপ শুরু হবে। জানালেন কমিশন সচিব (ইসি সচিব) মোহাম্মদ আবদুল্লাহ।

বিজ্ঞাপন

রোববার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি এসব কথা জানান ।

প্রধান নির্বাচন কমিশন (সিইসি) কে এম নুরুল হুদার সভাপতিত্বে কমিশন বৈঠকে অন্যান্য কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ইসি সচিব জানান, ঘোষিত রোডম্যাপ অনুযায়ী জুলাই মাস থেকেই সংলাপ শুরু হবে। আসছে ৩১ জুলাই বিকেল ৩ টায় সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ হবে।  আগে ৩০ জুলাই সংলাপের চিন্তা হলেও ওই দিন সিইসি লন্ডন থেকে দেশে ফিরবেন। তা্ ফেরার পর দিন সুশীল সমাজের সঙ্গে সংলাপ করবেন তিনি। রাজনৈতিক দলের সঙ্গে আগস্ট থেকে অক্টোবরের মধ্যে সংলাপ হবে।  

তিনি জানান, ২০১৮ সালের ২৮ অক্টোবর থেকে ২০১৯ সালের জানুয়ারি মাসের মধ্যে যে কোনো সময়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

আবদুল্লাহ জানান, এই রোডম্যাপে ৭ ধরনের কাজকে অন্তর্ভুক্ত করা হয়েছে। চারজন নির্বাচন কমিশনারের নেতৃত্বে ৪টি কমিটি গঠন করে নির্বাচনী কর্মসচি বাস্তবায়ন করা হবে। কর্মসূচিগুলো হচ্ছে- রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ, নির্বাচনী এলাকার সীমানা পুনঃনির্ধারণ, ভোটার তালিকা হাল নাগাদ করণ এবং নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ। 

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, কোনো বিষয়েই খুটিনাটি কর্মপরিকল্পনায় নেই। যে কমিটি যে কাজ করবে, ওই কমিটিই ওই  বিষয়টি চূড়ান্ত করবে। আগামী সপ্তাহে সংলাপের সময়সীমা চূড়ান্ত করা হবে। ১৬ জুলাই এই কর্মপরিকল্পনাটি বই আকারে প্রকাশ করা হবে।  বর্তমান সংসদের মেয়াদ শেষ হবে ২০১৯ সালের ২৮ জানুয়ারি। তার আগের ৯০দিনের মধ্যে নির্বাচন হবে।

এমসি/জেএইচ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |