ঢাকাসোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

নর্দার্ন টেরিটরিকে ৫-০তে হোয়াইটওয়াশ বিসিবি এইচপির

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

মঙ্গলবার, ১১ জুলাই ২০১৭ , ০৮:০৪ পিএম


loading/img

অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরি একাদশকে পাত্তাই দিলো না বিসিবি হাইপারফরম্যান্স (এইচপি) দল। পাঁচ ম্যাচ সিরিজের প্রতিটিতেই তাদের নাকানিচুবানি খাইয়ে হারালো লিটন বাহিনী! শেষ ম্যাচে সফরকারীদের জয় ১৫১ রানের। সব মিলিয়ে যাকে বলে একেবারে ধবলধোলাই!

বিজ্ঞাপন

মঙ্গলবার ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে শেষ ম্যাচে আগে ব্যাট করা লাল-সবুজ প্রতিনিধিদের ২৬৯ রানে রুখে দিলেও জয়ের হাসি হাসতে পারেনি নর্দার্ন টেরিটরি। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১১৮ রানেই অলআউট হয়ে যায় তারা।

সফরকারী দলের পেসাররাই মূলত কোণঠাসা করে ফেলে স্বাগতিক ব্যাটসম্যানদের। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। শেষমেশ ৩১তম ওভারেই শেষ হয় টেরিটরির ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন জেরর্ড ফ্রিম্যান।

বিজ্ঞাপন

এদিন বিসিবি এইচপি’র বোলারদের মধ্যে সবচে’ সফল সাইফউদ্দিন ও আবুল হাসান রাজু। সাইফউদ্দিন ৪ ওভারে ১৩ রান ও আবুল হাসান ৫ ওভারে ২০ রান দিয়ে ৩টি করে উইকেট শিকার করেন। আরেক তরুণ উদীয়মান পেসার আবু জায়েদ ৫ ওভারে ১৫ রান দিয়ে শিকার করেন ২টি উইকেট।

এর আগে লাল-সবুজ প্রতিনিধিদের ব্যাটিং ইনিংস শুরু হয় বিপর্যয়ের মধ্য দিয়ে। তবে এনামুল হকের ৫৩ ও ইমতিয়াজ হোসেনের ৩৯ রানে বড় পুঁজি সংগ্রহের ভিত গড়ে ওঠে দলের।

পরে তাসামুল হক ও ইরফান শুক্কর ভিতটা আরো শক্ত করেন। দু’জনেই খেলেন ৪৬ রানের ইনিংস। এরপর একটু থমকে যায় সফরকারীদের ইনিংস। তবে আবু হায়দার রনির ৪ ছক্কায় সাজানো ৩৫ ইনিংসে ভর করে ৫০তম ওভারে অলআউট হওয়ার আগে ২৫৯ রানের পুঁজি গড়ে তারা।

বিজ্ঞাপন

দু’দলের মধ্যকার একমাত্র তিন দিনের ম্যাচটি চলতি সপ্তাহের বৃহস্পতিবার থেকে একই মাঠে শুরু হবে। এ ম্যাচ দিয়েই বাংলাদেশ এইচপি দলের অস্ট্রেলিয়া সফর শেষ হবে।

বিজ্ঞাপন

সংক্ষিপ্ত স্কোর

বিসিবি এইচপি: ২৬৯/১০(৪৯.৩ ওভার)

এনামুল ৫৩, শুক্কর ৪৬, তাসামুল ৪৬, ইমতিয়াজ ৩৯, রনি ৩৫

ডোয়েল ৩/৪৫, ম্যাকল ২/২৭

নর্দার্ন টেরিটরি একাদশ: ১১৮/১০(৩০.৪ ওভার)

ফ্রিম্যান ২৯

সাইফউদ্দিন ৩/১৩, আবুল হাসান ৩/২৬, আবু জায়েদ ২/১৫

ফলাফল: বিসিবি এইচপি ১৫১ রানে জয়।

সিরিজ: বাংলাদেশ ৫-০ ব্যবধানে জয়ী

কে/ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |