সরকারি অফিসে বিদ্যুতের ব্যবহার ২৫ শতাংশ এবং জ্বালানি খাতে বাজেট বরাদ্দের ২০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (২০ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিবদের সঙ্গে এক বৈঠকের পর প্রধানমন্ত্রী মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, সরকারি ব্যয় কমাতে অধিকাংশ সভা অনলাইনে আয়োজন করতে হবে। বিদেশ ভ্রমণ যথাসম্ভব পরিহার করতে হবে।
এ ছাড়া শিক্ষার্থীদের ব্যক্তিগত গাড়ি ব্যবহার পরিহারের উপায় বের করতে শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ করা হবে বলেও জানান ড. আহমদ কায়কাউস।
তিনি বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দাসহ সংকটময় পরিস্থিতির নেতিবাচক প্রভাব যেন বাংলাদেশে না পড়ে, সে কারণেই পূর্বপ্রস্তুতি হিসেবে এসব সিদ্ধান্ত নিচ্ছে সরকার।