ঢাকাশনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকারি অফিসে বিদ্যুতের ব্যবহার ২৫ ভাগ কমানোর সিদ্ধান্ত

আরটিভি নিউজ

বুধবার, ২০ জুলাই ২০২২ , ০৫:১৮ পিএম


loading/img
ফাইল ছবি

সরকারি অফিসে বিদ্যুতের ব্যবহার ২৫ শতাংশ এবং জ্বালানি খাতে বাজেট বরাদ্দের ২০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২০ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিবদের সঙ্গে এক বৈঠকের পর প্রধানমন্ত্রী মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, সরকারি ব্যয় কমাতে অধিকাংশ সভা অনলাইনে আয়োজন করতে হবে। বিদেশ ভ্রমণ যথাসম্ভব পরিহার করতে হবে।

এ ছাড়া শিক্ষার্থীদের ব্যক্তিগত গাড়ি ব্যবহার পরিহারের উপায় বের করতে শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ করা হবে বলেও জানান ড. আহমদ কায়কাউস। 

তিনি বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দাসহ সংকটময় পরিস্থিতির নেতিবাচক প্রভাব যেন বাংলাদেশে না পড়ে, সে কারণেই পূর্বপ্রস্তুতি হিসেবে এসব সিদ্ধান্ত নিচ্ছে সরকার।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |