দেশে বন্যার্তদের পাশে না দাঁড়িয়ে ষড়যন্ত্র করতে লন্ডন গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে তার কোনো ষড়যন্ত্রই সফল হবে না। বললেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
মঙ্গলবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বিভিন্ন বন্যার্ত ও নদী ভাঙন এলাকা পরিদর্শন শেষে লোকমান হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, শেখ হাসিনা বন্যা মোকাবেলায় সফল হয়েছেন। দুর্যোগ মোকাবেলায় সরকারের সবধরনের প্রস্তুতি এবং বন্যার্তদের জন্য পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে। ফলে বন্যার্ত একটি মানুষও না খেয়ে মারা যাবে না। আওয়ামী লীগ সরকারের সময়কালে যখনই দেশে বড় কোনো দুর্যোগ দেখা দিয়েছে, তখনই সরকার অত্যন্ত সাফল্যের সঙ্গে দুর্যোগ মোকাবেলা করতে সক্ষম হয়েছে।
মন্ত্রী বলেন, বন্যা বা ত্রাণ নিয়ে কেউ রাজনীতি করবেন না। ত্রাণ নিয়ে কেউ কোনো অনিয়ম করলে তা মেনে নেয়া হবে না।
মন্ত্রী আরো বলেন, বন্যার পানি নেমে যাচ্ছে। পানি পুরোপুরি নেমে গেলে ৪০ দিনের কর্মসূচি দিয়ে কাজের ব্যবস্থা করা হবে। যাদের ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে তাদের তালিকা তৈরি করে পুনর্বাসন করা হবে। বন্যার পানি থেকে স্থায়ী রক্ষার জন্য বাঁধ তৈরি করা হবে।
এসময় জেলা প্রশাসনের পাশাপাশি বন্যার্তদের পাশে দাঁড়াতে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।
লালমনিরহাট জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলা উদ্দিন খানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, প্রাথমিক ও গণশিক্ষা সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র সভাপতি মোতাহার হোসেন এমপি, সফুরা বেগম রুমী এমপি।
এসএস