বরিশাল মুখ্য মহানগর হাকিমকে (সিএমএম) সরানো হলে বিচার বিভাগের সম্মান আরো বাড়বে। ইউএনওর ঘটনায় বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। বললেন, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
মঙ্গলবার বিকেলে রাজধানীর বনানীতে কোডার্স ট্রাস্ট বাংলাদেশ আয়োজিত আইটির কৃতী শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ইউএনওর বিরুদ্ধে মানহানির মামলায় জামিন নিয়ে অহেতুক দ্বিধা-দ্বন্দ্ব তৈরি করায় বরিশালের সিএমএমকে বদলি করে তদন্ত করতে হবে। তিনি বিচারিক কোন কাজে অনিয়ম করেছেন কি-না, তা তদন্ত করে দেখা হবে।
মন্ত্রী বলেন, যেখানে জামিন দেয়ার বিষয়ে একটা সন্দেহ সৃষ্টি হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে ওই সিএমএমকে সরিয়ে আনা হলে বিচার বিভাগের সম্মান ও মর্যাদা আরো বৃদ্ধি পাবে।
স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে বঙ্গবন্ধুর ছবি 'বিকৃত' করে ছাপানোর অভিযোগে গেলো ৭ জুন বরিশালের আগৈলঝাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী তারিক সালমনের বিরুদ্ধে পাঁচ কোটি টাকার মানহানির মামলা হয়। বরিশাল মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে মামলাটি করেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ওবায়েদুল্লাহ সাজু। বিচারক আলী হোসেনের আদালত মামলাটি আমলে নিয়ে সমন জারি করে ২৭ জুলাইয়ের মধ্যে আসামিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। এরপর ১৯ জুলাই ওই মামলায় বরিশাল সিএমএম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন ইউএনও তারিক সালমন। আদালত প্রথমে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিলেও পরে জামিন মঞ্জুর করেন।
এমকে