• ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

বাংলামোটরে বাসের ধাক্কায় প্রাণ গেল নারীর

আরটিভি নিউজ

  ২৭ অক্টোবর ২০২২, ০১:৩১
বাংলামোটরে বাসের ধাক্কায় প্রাণ গেল নারীর
প্রতীকী ছবি

রাজধানীর বাংলামোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সামনে বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন সাধনা বেগম (৫০) নামে এক নারী। বুধবার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বাংলামোটরে মেইন রোডে দাঁড়িয়েছিলেন সাধনা। এ অবস্থায় দুই বাসের রেষারেষির সময় একটি বাস এসে ধাক্কা দেয় তাকে। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি। তৎক্ষণাৎ উপস্থিত লোকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাধনার ছোট ভাই সোবহান বলেন, তাদের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলার অনন্তপুর গ্রামে। সাধনার স্বামীর নাম খালেক মিয়া। এক ছেলে ও দুই মেয়েসহ পুরাতন ইস্কাটন গার্ডেনের একটি বাড়িতে থাকতেন তারা। সেখানে এক বয়স্ক ডাক্তার গৃহকর্তার বাসায় গৃহপরিচারিকার হিসেবে কাজ করতেন। বাসার বাজার করার জন্য তিনি রাতে বের হয়েছিলেন। ফেরার সময় তিনি রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় দুটি বাস রেষারেষি করে চালিয়ে যাচ্ছিল। এ সময় বিহঙ্গ বাসের ধাক্কায় প্রাণ হারান সাধনা বেগম।

এ ব্যাপারে শাহবাগ থানার ওসি নূর মোহাম্মদ বলেন, এ দুর্ঘটনায় দায়ী বিহঙ্গ পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন। তাদেরকে আটকের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য তার মৃহদেহ ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের (ঢামেক) মর্গে রাখা হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভ্রমণে গিয়ে অভিনেতার মৃত্যু
দোলনায় ফাঁস লেগে কিশোরীর মৃত্যু
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬২৯
টঙ্গীর জোড় ইজতেমায় ৩ মুসল্লির মৃত্যু