ঢাকাসোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

পূর্ণিমার নয়া প্রতিভা

আরটিভি অনলাইন বিনোদন রিপোর্ট

সোমবার, ০৫ সেপ্টেম্বর ২০১৬ , ০৬:৫৭ পিএম


loading/img

এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা চলচ্চিত্রে ব্যাপক সফলতা লাভ করেছেন। এখন অভিনয় থেকে নিজেকে আড়াল রেখেছেন। মাঝে মধ্যে বিশেষ দিবসের নাটকে ছোট পর্দায় কাজ করেন তিনি।

বিজ্ঞাপন

অভিনয়ের বাইরে দারুণ প্রতিভা আছে এ নায়িকার। এতদিন সেটি কেউ না জানলেও এবার সবার নজরে এসেছে বিষয়টি। অভিনয়ের পাশাপাশি পূর্ণিমা বেশ ভালো কবিতা লেখেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন সময়ে কবিতা পোস্ট করেছেন মনের মাঝে তুমি খ্যাত নায়িকা।

তবে এবার নারীদের নিয়ে কবিতা ব্যাপক প্রশংসা পাচ্ছেন। কবিতার কথা এমন- 'পোড়াকপালি মাইয়া রে তুই, হইলো না রে সুখ, সুখের লাইগগা ছটফটাইয়া কাইন্দা ভাসাইলি বুক...।'

বিজ্ঞাপন

এ ব্যাপারে পূর্ণিমা বলেন, 'শখের বশে নারীদের নিয়ে কিছু কবিতা লিখছি। নিজে নারী বলেই হয়তো তাদের সুখ, দুঃখসহ নানা বিষয় বুঝতে পারি। নারীদের নিয়ে গ্রন্থ প্রকাশ করার ইচ্ছে আছে।'

আসছে ঈদুল আযহায় বেশ কয়েকটি নাটকে দেখা যাবে পূর্ণিমাকে। জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানের সঙ্গে কাজ করেছেন 'প্রিয় রং হলুদ'-এ। এছাড়াও নির্মাতা এস এ হক অলিক ও রেদওয়ান রনির পরিচালিত নাটকেও কাজ করেছেন।

এইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |