• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

নতুন সরকারের সঙ্গে চীনের সম্পর্ক জোরদার হবে : চীনা রাষ্ট্রদূত

আরটিভি নিউজ

  ২১ জানুয়ারি ২০২৪, ১৪:৫২
রোববার (২১ জানুয়ারি) রাজধানীর শের-ই বাংলা নগরে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
ছবি : সংগৃহীত

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে চীনের সম্পর্ক আগের চেয়ে আরও জোরদার হবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত বেইজিংয়ের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

রোববার (২১ জানুয়ারি) রাজধানীর শের-ই বাংলা নগরে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান চীনের রাষ্ট্রদূত।

ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে নতুন অর্থমন্ত্রী জোরালো ভূমিকা রাখবেন। তিনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও কূটনীতিক হওয়ার কারণে সামনের দিনগুলোতে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার হবে।

তিনি বলেন, নতুন সরকারের সঙ্গে চীনের সম্পর্ক নতুন উচ্চতায় নিতে কাজ করবো। বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে নেওয়া প্রকল্পগুলোতে চীনের প্রতিশ্রুত অর্থায়ন ছাড় আগের চেয়ে সহজ হবে। আবুল হাসান এর আগে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। কাজেই আগের যেকোনো সময়ের চেয়ে অর্থ ছাড়সহ সহযোগিতার সব ক্ষেত্রেই দারুণ সময় যাবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ
বছরে ৪টি বোনাসসহ চাকরি দেবে অ্যারিস্টোফার্মা
বাংলাদেশকে ১১৮ রানের লক্ষ্য দিলো ভারত
দিল্লিতে অবৈধ বাংলাদেশি শিক্ষার্থীদের চিহ্নিত করার নির্দেশ