ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

ধানমন্ডিতে বৈদ্যুতিক শর্টসার্কিটে নারীসহ দগ্ধ ৬

বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০১৬ , ০৫:০৩ পিএম


loading/img

ধানমণ্ডিতে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে নারীসহ ৬ জন দগ্ধ হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার সকাল ১০টায় ধানমন্ডি ৪ নম্বর রোডের ৩৪/এ নম্বর বাড়ির নিচ তলায় এ ঘটনা ঘটে।

ভবনের ভাড়াটিয়া ডালিম জানান, বাড়ির মালিক মৃত। তার স্ত্রী সেলিনা হক বাড়িটি দেখাশুনা করেন। সকালে পানির ট্যাংক পরিষ্কারের জন্য বৈদ্যুতিক তার দিয়ে বাল্ব টেনে ট্যাংকের ভেতরে নেয়ার সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে ৬ জন দগ্ধ হন।

বিজ্ঞাপন

দগ্ধ আব্দুর রাজ্জাকের শরীরের ৩৮ শতাংশ, আরেক রাজ্জাকের ২৭ শতাংশ, সাদ্দাম হোসেনের ৩০ শতাংশ, মাসুম আলীর ৪৯ শতাংশ, শিরীন আক্তারের ২০ শতাংশ ও সিকিউরিটি গার্ড আবেদ আলীর শরীরের ৩৮ শতাংশ পুড়ে গেছে।  জানালেন বার্ন ইউনিটের চিকিৎসক পার্থ শংকর। দগ্ধ সবারই শ্বাসনালী কিছুটা পুড়ে গেছে।

এইচটি/এমকে

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |