ঢাকারোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তির আলোচনা স্থগিত করেছে ইইউ

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০১ আগস্ট ২০২৪ , ১১:০০ এএম


loading/img
ফাইল ছবি

কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাংলাদেশের বিরাজমান পরিস্থিতির কারণে বাংলাদেশের সঙ্গে নতুন অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তি নিয়ে আলোচনা স্থগিত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত প্রথম দফার এই আলোচনা হওয়ার কথা ছিল।

বিজ্ঞাপন

বুধবার (৩১ জুলাই) গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ইইউর ফরেন অ্যাফেয়ার্স বিভাগের মুখপাত্র নাবিলা মাসরালি।

তিনি জানান, বাংলাদেশের বিরাজমান পরিস্থিতিতে এই আলোচনা স্থগিত করা হয়েছে। আলোচনার জন্য নতুন কোনো তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ইইউ অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তির আওতায় বিভিন্ন দেশকে অর্থনৈতিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা দিয়ে থাকে। ইইউ বাংলাদেশের অন্যতম প্রধান বাণিজ্য অংশীদার, ২০২৩ সালে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের ২০ দশমিক ৭ শতাংশই হয়েছে ইউরোপীয় এই ব্লকের সঙ্গে। বাংলাদেশ ও ইইউয়ের মধ্যে বাণিজ্য, অর্থৈনৈতিক ও উন্নয়ন সম্পর্ক বাড়ানোর লক্ষ্য গত বছরের ২৫ অক্টোবর চুক্তির বিষয়ে আলোচনা শুরুর সিদ্ধান্ত হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |