ঢাকাবৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

গণভবনে ঢুকে যে যা পারছেন নিয়ে যাচ্ছেন

আরটিভি নিউজ

সোমবার, ০৫ আগস্ট ২০২৪ , ০৪:২২ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এরই মধ্যে গণভবনে প্রবেশ করেছেন সাধারণ মানুষ। সেখান থেকে কেউ কেউ বিভিন্ন জিনিসপত্রও নিয়ে যাচ্ছেন।

বিজ্ঞাপন

সোমবার (৫ আগস্ট) বিকেল ৩টার পর  উল্লাস করতে করতে গণভবনে প্রবেশ করে সাধারণ মানুষ। 

এ সময় এক শ্রেণির মানুষ গণভবন থেকে টেবিলফ্যান, চেয়ার, সোফাসেট, কম্বল, পানির ফিল্টার, মাইক্রোওভেন, মুরগি ও কবুতর ফ্রিজের মাছসহ বিভিন্ন পণ্য লুটপাট করতে দেখা গেছে। এ ছাড়া যে যা পারছেন নিয়ে যাচ্ছেন।

বিজ্ঞাপন

এর বাইরে আন্দোলনকারীদের গণভবনের বিভিন্ন কক্ষ ভাঙচুর করতেও দেখা গেছে।

এদিকে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, দুপুর আড়াইটায় গণভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড়াল দেন। এ সময় তার ছোট বোন শেখ রেহানাও সঙ্গে ছিলেন। যাওয়ার আগে শেখ হাসিনাএকটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগও পাননি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |